হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার বাঁচল বার্সার
অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে দলে স্বস্তি ফেরালেন লুক ডি ইয়ং। একটি পয়েন্ট পেল শাভি এরনান্দেসের দল।
রোববার রাতে আরসিডিই স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পেদ্রির গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন সের্হিও দার্দের। দ্বিতীয়ার্ধে রাউল দে তমাসের গোলে এস্পানিওল এগিয়ে যাওয়ার পর অন্তিম মুহূর্তে ডি ইয়ংয়ের ওই গোল।