Published: Fri, 26 Feb 2021 | Updated: Fri, 26 Feb 2021
অভিযাত্রা ডেস্ক : সময়ের সেরা খেলোয়াড় কে? উত্তরে দুটো নাম সামনে চলে আসে- লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। অনেকে আবার সর্বকালের সেরা ফুটবলারের ‘ট্যাগ’ও বসিয়ে দেন দুই তারকার পাশে। জ্লাতান ইব্রাহিমোভিচের দৃষ্টি অবশ্য ভিন্ন। তার কাছে সর্বকালের সেরা ব্রাজিল কিংবদন্তি রোনালদো।
Published: Tue, 23 Feb 2021 | Updated: Tue, 23 Feb 2021
অভিযাত্রা ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর দুই গোলে তলানির দল ক্রোটনকে ৩-০ গোলে পরাজিত করে সিরি-এ লিগের শিরোপা দৌঁড়ে আবারো নিজেদের দারুনভাবে ফিরিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডো বিরতির আগেই জুভেন্টাসকে ২-০ গোলের লিড এনে দেন। ৬৬ মিনিটে কর্ণার থেকে প্রাপ্ত বলে বাকি গোলটি করেছেন ওয়েস্টন ম্যাককিনি।
Published: Sat, 20 Feb 2021 | Updated: Sat, 20 Feb 2021
অভিযাত্রা ডেস্ক : চলতি মৌসুম শেষেই শেষ হবে ম্যানচেস্টার সিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ। কিন্তু ভবিষ্যত নিয়ে এখনও অনিশ্চয়তায় দলটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়া আগুয়েরো দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
Published: Sat, 06 Feb 2021 | Updated: Sat, 06 Feb 2021
অভিযাত্রা ডেস্ক : গত দশকের ইউরোপ সেরা তিন ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন ইউভেন্তুস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস ও বায়ার্ন মিউনিখ গোলরক্ষক মানুয়েল নয়ার। ২০১১ থেকে ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সেরা তিন নির্বাচন করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)।
Published: Wed, 03 Feb 2021 | Updated: Wed, 03 Feb 2021
অভিযাত্রা ডেস্ক : দলবদলের বাজারে চার বছর ধরে আলোচিত নাম নেইমার জুনিয়র। কাতালান শিবির ছেড়ে প্যারিসে যাত্রা, আবার বার্সায় ফিরতে চাওয়া নিয়ে কম জল ঘোলা হয়নি। সান্তোস থেকে তার বার্সায় আসাও ছিল আলোচনায়। তবে নেইমার এখন 'শান্ত'। পিএসজিতে তিনি থেকে যেতে চান। সংবাদ মাধ্যম গোল দাবি করেছে, পিএসজির সঙ্গে নেইমারের নতুন চার বছরে চুক্তির ব্যাপারটি মোটামুটি পাকা হয়ে গেছে।
Published: Mon, 25 Jan 2021 | Updated: Mon, 25 Jan 2021
অভিযাত্রা ডেস্ক : মৌসুম শেষে লিওনেল মেসি বার্সেলোনা ছাড়বেন, এমনটা ধরে নিয়ে কয়েকটি বড় ক্লাব তাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সেই দৌড়ে পিএসজির নামটা আছে সামনের কাতারেই। কদিন আগে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর পর এবার খেলোয়াড় লেয়ান্দ্রো পারেদেসের কথায়ও সেটা পরিষ্কার হলো।
Published: Sun, 17 Jan 2021 | Updated: Sun, 17 Jan 2021
অভিযাত্রা ডেস্ক : হঠাৎ করেই লিওনেল মেসির ফিটনেস নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ক্লাবের পক্ষ থেকে তার চোট নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে মাঝে দুদিন অনুশীলনে অনুপস্থিত থাকায় এবং স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে না খেলায় প্রশ্ন জেগেছে, ‘ফাইনালে খেলবেন তো বার্সেলোনা অধিনয়াক’?
Published: Fri, 08 Jan 2021 | Updated: Fri, 08 Jan 2021
অভিযাত্রা ডেস্ক : ইতালির দল আতালান্তা থেকে তরুণ উইঙ্গার আমাদ দিয়ালোকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮ বছর বয়সী এই আইভোরিয়ানের সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। আমাদের ট্রন্সফার ফি সম্পর্কে কিছু জানানো হয়নি।
Published: Mon, 28 Dec 2020 | Updated: Mon, 28 Dec 2020
অভিযাত্রা ডেস্ক : বর্তমান সময়ে ফুটবলের রাজত্ব আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। এককভাবে চিন্তা করলে কে এগিয়ে আছেন- এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়ার কেউ নেই। তবে এবার সবাইকে অবাক করে দিয়ে পর্তুগীজ তারকার বন্দনায় মেতে উঠলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
Published: Tue, 15 Dec 2020 | Updated: Tue, 15 Dec 2020
অভিযাত্রা ডেস্ক : এক দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্ব শাসন করা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো নিঃসন্দেহে সময়ের সেরা দুই ফুটবলার। এবার আরও বড় মঞ্চের স্বীকৃতি পেলেন দুজন। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের ফুটবল ইতিহাসের স্বপ্নের একাদশে জায়গা পেয়ে ভীষণ খুশি ও গর্বিত বোধ করছেন তারা। নিজেদের ওয়েবসাইটে সোমবার ব্যালন ডি’অর স্বপ্নের একাদশ প্রকাশ করে ফ্রান্স ফুটবল।