Published: Mon, 28 Mar 2022 | Updated: Mon, 28 Mar 2022
ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার পুতিনকে টেলিফোন করে এরদোগান যুদ্ধ বন্ধে ‘চাপ’ সৃষ্টি করেন। খবর মিডল ইস্ট আইয়ের।
এরদোগান পুতিনকে বলেন, এই অঞ্চলে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতি এবং মানবিক পরিস্থিতির উন্নয়ন খুবই প্রয়োজন।
Published: Mon, 19 Jul 2021 | Updated: Mon, 19 Jul 2021
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আফগানিস্তানের তালেবানদের উদ্দেশে বলেছেন, দখলদারিত্বের আন্দোলন চালিয়ে যাওয়া তালেবানদের জন্য সঠিক পন্থা নয়। আমরা তুরস্ক থেকে তালেবানদের আহ্বান জানাচ্ছি তাদের এই দখলদারিত্বের আন্দোলন অবশ্যই থামানো উচিত।
Published: Thu, 17 Sep 2020 | Updated: Thu, 17 Sep 2020
অভিযাত্রা ডেস্ক : আগামী বছরের শুরুর দিকে ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট ও বর্তমান চেয়ার রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গত বুধবার (১৬ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হলে এরদোয়ান ঢাকা সফরের ব্যাপারে সম্মতি জানান।
Published: Wed, 19 Feb 2020 | Updated: Wed, 19 Feb 2020
অভিযাত্রা ডেস্ক: পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীর নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ানকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে ভারত। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এরদোয়ান যেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান সে ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভারত।
Published: Sun, 26 Jan 2020 | Updated: Sun, 26 Jan 2020
অভিযাত্রা ডেস্ক: তুরস্কের ইলাজিগের সিভরাইস জেলায় ২৪ জানুয়ারি শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভূমিকম্পে নিহতদের লাশ দাফনে অংশগ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।