মনিরুল গনি চৌধুরী শুভ্র, শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারী বাড়িতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্ম জয়ন্তী ১৪২৯ উপলক্ষে দুইদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের মাননীয় এমপি মহোদয় প্রফেসর মেরিনা জাহান কবিতা। শুক্রবার (১৭ জুন) বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুষ্ঠান উদ্বোধন করেন।
শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমির পরিচালক মেজবাহ রানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ লিয়াকত, সাংবাদিক মোঃ আতাউর রহমান পিন্টু,নজরুল সঙ্গীত শিল্পী মোঃ সালামত হোসেন চৌধুরী, বিশিষ্ট কবি আতিক রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম সাগর, ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম সহ আরো অনেকে।
আইআর /