সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলী আজগর নামে ১ জন নিহত হয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
নিহত ব্যক্তি হলেন পারকোলা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এই ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামছুজ্জামান জানান, আধিপাত্য বিস্তার নিয়ে পারকোলা গ্রামের বর্তমান পৌর কাউন্সিলর বেলাল হোসেনের সাথে সাবেক কাউন্সিলর পীযুষ কুমারের দীর্ঘদির ধরে দ্বন্দ চলে আসছিলো। এরই জের ধরে রবিবার (৩ মে) সকালে দুই গ্রুপ দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আজগর আলী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। লকডাউন ভেঙ্গে এ ধরনের সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক বলছে উপজেলা প্রশাসন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, সংঘর্ষে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ও/ডব্লিউইউ