আবুল কাশেম রুমন, সিলেট: সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পাড়ায় হামলার ঘটনায় শাল্লা থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি দিরাই থানার ওসিকে মৌলভীবাজারে বদলি করা হয়। মঙ্গলবার (০৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহামন।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাল্লা থানা ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত ও দিরাই থানার ওসি আশরাফুল ইসলামকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছিলো।
হেফাজত ইসলামের নেতা নিয়ে স্যোসাল মিডিয়ার এক হিন্দু যুবক স্ট্যাটাসের জের গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁও গ্রামের হিন্দুদের বসবাড়ি হামলা চালানো হয়। এ ঘটনার সময় পুলিশের ভূমিকা নীরব ছিলো বলে স্থানীয়রা অভিযোগ করেন।
-এমজে