ফরিদ আহমেদ, বোচাগঞ্জ (দিনাজপুর): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বোচাগঞ্জ উপজেলার জনসাধাণের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সহজলভ্য করতে আরেকটি নতুন আধুরিক এ্যাম্বুলেন্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান ও উদ্বোধন করেছেন।
শনিবার (২৮ আগষ্ট) সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ্যাম্বুলেন্স উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, যুগ্ন সাধারন সম্পাদক আবু তাহের মোঃ মামুন, শামীম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারন সম্পাদক নুরে আলম খন্দকার কায়ছার প্রমুখ উপস্থিত ছিলেন।
আইআর /