ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট কেসি স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান সরকার এক সংবাদ সম্মেলনে করেছে।
১০ মে সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানের দায়িতাশীল ব্যক্তিদের অবহেলা ও ভুলের কারণে এসএ রেকর্ডে উক্ত জমি খাস খতিয়ানে চলে যায়। উক্ত জমিতে সরকারের আশ্রায়ণ প্রকল্পের-২ বাড়ি-ঘর নির্মাণকে কেন্দ্র করে গত ৯ এপ্রিল ছাত্র ছাত্রী ও অভিবকবৃন্দ মানববন্ধন সহ সড়ক অবরোধ করে।
তিনি বলেন, এতে করে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বিষয়টি যাই হোক না কেন ইহা শৃংখলা পরিপন্থি এবং ইহার দায় প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার উপরেই বর্তায় । আমি উক্ত ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।
ডব্লিউইউ