ওয়াহেদ সরকার, সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও জন্ম শতবার্ষিকীর স্মরণিকার মোড়ক উন্মোচন মঙ্গলবার (১৫ মার্চ) ইকু হেরিটেজ হোটেল রিসোর্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডাঃ শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম।
বিশেষ অতিথি হিসেবে স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল,মহাসচিব ডা.এম আজিজ, উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ডা.মাহবুবুল হক দুলালের শুভেচ্ছা বক্তব্যের পর বক্তব্য রাখেন, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির ডা. নুরুন্নবি লাইজু, স্বাচিপ পঞ্চগড় জেলা সভাপতি ডা. পিতম্বর রায়, দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোমিনুল হক, স্বাচিপ গাইবন্ধা জেলার সভাপতি ডা. মোঃ নজরুল ইসলাম, ঠাকুরগাঁ জেলার সভাপতি ডা.লিয়াকত, রংপুর মেডিকেল কলেজের ডা, সরোয়ার,ডা. একে ওয়াহাব,নীলফামারী সিভিল সার্জন ডা.মোঃ জাহাঙ্গীর আলম, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যাপক রবিউল ইসলাম শাহ প্রমূখ।
আলোচনা সভা শেষে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম এবং সভায় ডাঃ মাহবুবুল হক দুলাল,ডা.শাহ মতিয়ার রহমান ও ডা. ষষ্টি চরণ রায়কে ক্রেস্ট সন্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভার প্রারম্ভে হোটেলের সামনে জাতীয় পতাকা উত্তোনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য রাবেয়া আলিম।
আইআর /