মো. ইমাম জাফর, মাগুরা প্রতিনিধি: 'কৃষক বাঁচাও, দেশ বাঁচাও' -এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কৃষকলীগ, মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা সদর উপজেলার ৫নং হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রাম বটগাছ ব্রিজ এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা সংলগ্ন তাল বীজ রোপণ করা হয়।
মাগুরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম বিপুর সঞ্চালনায় বাংলাদেশ কৃষকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মইনুল ইসলাম পলাশ, মাগুরা জেলা শাখার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাল বীজ রোপণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু নাসির বাবলু, মো. মিরুল হোসেন, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ, ৫ নং হাজারাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কবির হোসেন এবং সদর উপজেলার সাধারণ সম্পাদক আবু রেজা পিকু প্রমুখ।
ডব্লিউইউ