বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের ২০২২/২০২৩ অর্থ বছরের জন্য ১ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
১২ মে রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে বাজেট আলোচনা সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ জুলফিকার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাজেট আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বোচাগঞ্জ উপজেলার ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ১ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়।
ডব্লিউইউ