কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলার চরফ্যাশন বাজারের শিমলা গার্মেন্টের মালিক জাকির হোসেনের বাসভবনে দিন দুপুরে দূর্ধর্ষ চরি সংগটিত হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে চরফ্যাশন পৌরসভা ৪ নং ওয়ার্ড তার বাসা ভবনে এ চুরি ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার পুলিশ উপ- পরিদর্শক ইয়াছিন জানান, বাসায় জাকির হোসেনের ভাতিজা ঘুমিয়ে ছিল, বাহির থেকে তালা মারা ছিল। দুপুর ১২ টার দিকে চোরের দল দরজার তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ইসটেলের আলমিরা ভেঙ্গে নগদ ২ লাখ ৭০ হাজার টাকাসহ ৮ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে জাকির হোসেন চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোর সনাক্ত ও আটকের চেষ্টা চালছে বলে এ কর্মকর্তা বলেন।
আইআর /