আবু বক্কর সিদ্দিক, ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট থানা পৃথক পৃথকভাবে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেন। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও থানা চত্বরে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।
সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন গনভবন থেকে সরাসরি প্রচারের মাধ্যমে দেখানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাাহানশা,ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম,ঘোড়াঘাট পৌর মেয়র আঃ সাত্তার মিলন,ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ওসি তদন্ত আব্দুল মোমিন, ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী, সেক্রেটারী আসাদুজ্জামান ভুটটো,সাবেক যুবলীগ সেক্রেটারী এস এম রবিউল ইসলাম রবিসহ মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও সুধিজন।
/এসিএন