রুহুল ইসলাম রয়েল, গঙ্গাচড়া (রংপুর) : গঙ্গাচড়ায় ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
এদিকে গঙ্গাচড়া মডেল থানার আয়োজনে বিকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
/এসিএন