কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে ইউপি নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, নাগেশ্বরী উপজেলার ২৭টি ইউনিয়ন তৃতীয় ধাপের নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪ট পর্যন্ত ভােট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভােট গ্রহণের লক্ষ্যে ২৭ ইউনিয়ের ২শ’ ৮৬টি ভােট কেন্দ্রে ব্যালোট পেপার ছাড়াও সকল নির্বাচনী সরন্জাম পাঠানাে হয়েছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৯ জন, সাধারণ সদস্য পদে ৯শ’ ৪০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩শ’ ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচনে ৩ উপজেলায় ২৭টি ইউনিয়নে মােট ভােটার রয়েছে ৫ লাখ ৬০ হাজার ৭শ’ ৪১ জন। এর মধ্যে নারী ভােটার ২ লাখ ৮০ হাজার ৮শ’ ২ জন এবং পুরুষ ভােটার ২ লাখ ৭৯ হাজার ৮শ’ ৩৯ জন। ২৮২টি কেন্দ্রের ১৫৮৩ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাবের ৯টি মোবাইল টহল গাড়ি, পুলিশ ১৪৩৩ জন, আনসার ৪৮৬২জন, বিজিবি ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।
এবিষয়ে জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন সুষ্ঠ করতে আইন-শৃংখলা বাহিনী মােতায়েনসহ সকল প্রস্তুুতি নেয়া হয়েছে।
ডব্লিউইউ