রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (০৭ মার্চ) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিশোধ হিসেবে মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার তেল ও অন্যান্য জ্বালানি আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।
তেলের পাশাপাশি যুক্তরাষ্ট্রে রাশিয়ার গ্যাস ও কয়লা আমদানিতেও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন বাইডেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ পুতিনের নেতৃত্বের প্রতি আরেকটি জোরালো আঘাত হানবে।’
বিশ্বের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া। ইউক্রেনে হামলার পর থেকে একের পর এক বৈশ্বিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে দেশটি। এবার সেই নিষেধাজ্ঞা পড়ল জ্বালানি রফতানিতে।
-এমজে