মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে আবারও হামলাচেষ্টা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। খবর- রয়টার্স ও সিএনএনের।
পুলিশ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় ক্যাপিটল হিলের উত্তর গেট দিয়ে একটি গাড়ী নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঢুকতে ব্যর্থ হলে হামলাকারী গাড়ি থেকে ছুড়ি হাতে বেরিয়ে আসেন। এ সময় পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে দুইজনকে আহত করেন। নিরাপত্তা রক্ষার্থে পুলিশ হামলাকারীকে গুলি করে। পরে একজন পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হন।
তবে হামলকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। হামলাচেষ্টার পর পরই ক্যাপিটল হিল লকডাউন করা হয়। পরে লকডাউন তুলে নেওয়া হয়। তবে এই ঘটনার পর পর সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
গত ৬ জানুয়ারি ক্যাপটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল। এরপর শুক্রবার আবার মোতায়েন করা হলো। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে সেখানে।
-এমজে