আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) র্যাংকিংয়ে অগ্রগতি হয়েছে বাংলাদেশ জাতীয় দলের। অন্যদিকে অবনতি হয়েছে আর্জেন্টিনার। বুধবার (০৭ এপ্রিল) সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে রয়েছে জামাল ভূঁইয়ার দল। আগের র্যাংকিংয়ে ১৮৬তম স্থানে ছিল লাল-সবুজরা। জেমি ডে’র শিষ্যদের মোট পয়েন্ট ৯১৭.৩৮।
এদিকে ফুটবলের সর্বোচ্চ সংস্থার সেরাদের তালিকায় শীর্ষ ৬ দলের অবস্থান অপরিবর্তিত।
শীর্ষ স্থানে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১ হাজার ৭৮৩.৩৮। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১ হাজার ৭৫৭.৩। ১ হাজার ৭৪২.৬৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ইংল্যান্ড ৪, পর্তুগাল ৫ ও স্পেন রয়েছে ৬ নম্বরে। যথাক্রমে তাদের পয়েন্ট হচ্ছে ১ হাজার ৬৮৬.৭৮, ১ হাজার ৬৬৬.১২ ও ১ হাজার ৬৪৮.১৩।
চার ধাপ এগিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে উঠে এসেছে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ১ হাজার ৬৪২.০৬। একধাপ নিচে অষ্টম স্থানে নেমে যাওয়া আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৬৪১.৯৫।
-এমজে