অভিযাত্রা ডেস্ক : ফিক্সিং সন্দেহে শ্রীলংকার তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমনটাই জানিয়েছেন শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপেরুমা ও দেশটির ক্রিকেট বোর্ড। গণমাধ্যমকে এ বিষয়ে আলাহাপেরুমা বলেন, ‘আমরা খুবই লজ্জিত যে খেলাটিতে আমাদের শৃঙ্খলা এবং চারিত্রিক অধঃপতন হয়েছে। কমপক্ষে তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত করছে আইসিসি। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।’
আর এক বিবৃতিতে শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানায়, ‘শ্রীলংকার তিনজন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংএর তদন্ত চলছে। তবে যাদের নাম জানা গেছে, তারা সকলেই সাবেক খেলোয়াড়। বর্তমান জাতীয় দলের কোন খেলোয়াড় নেই। কিন্তু কারও নাম এখনই বলা যাচ্ছে না।’
এদিকে, সংবাদসংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্ট নিয়ে ম্যাচ ফিক্সিং হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সদ্যই হিরোইনসহ গ্রেফতার হয়েছেন শ্রীলংকার প্রতিভাবান পেসার রশহান মাধুশঙ্কা।
ইতোমধ্যে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। করোনাভাইরাস পরবর্তী ক্রিকেট ফেরাতে মাঠের অনুশীলনে ফিরেছে শ্রীলংকা। ভারত ও বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ আয়োজনের পরিকল্পনা লংকানদের।
আইআর /