ফরিদ আহমেদ, বোচাগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (বড়মাঠ) পঞ্চম ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০২ মার্চ) সকাল ১০টায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে টি-২০ ক্রিকেট লীগ উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর।
এ সময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফসার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নুরুল আনোয়ার চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের মো. মামুন, টুনামেন্ট কমিটির আহবায়ক আবু তাহের মেজবাহুল করিম, সদস্য সচিব শেখ সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় আসলাম চত্ত্বর বনাম এলিন মটরস অংশ নেয়।
-এমজে