তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে স্বনামধন্য বিদ্যাপীঠ শহীদ নুর মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা, ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও শহীদ নুর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ নুর মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
রসায়ন বিষয়ক শিক্ষক সোহেল রানার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান্দ বানু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামু, সাবেক ভিপি ফয়জুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ময়েন উদ্দীন, সদস্য জাফরুল ইসলাম, আকরামুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু প্রমুখ।
শেষে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর শহীদ নুর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন এবং তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
ডব্লিউইউ