মনিরুজ্জামান বিজয়, মিঠাপুকুর (রংপুর) : নরওয়ে ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ, সোসিও ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট উয়িথ ডিগনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি (সীড্স) প্রকল্পের বাস্তবায়নে বুধবার (১ জুন) রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নে চলমান প্রকল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নগদ আর্থিক সহযোগিতা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তামিম আহমেদ ,উপজেলা সমন্বয়কারী ইসমাইল হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে অংশগ্রহনকারী ১২ জন যুবক-যুবতীদের মাঝে ক্ষুদ্র ব্যবসা শুরুর লক্ষ্যে আর্থিক সহযোগিতা বাবদ এককালিন ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ফিল্ড ফ্যাসিলিটেটরগণ। এছাড়াও মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর,বড় হযরতপুর ও মির্জাপুর ইউনিয়নে চলমান প্রকল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সমাপ্তি হয়।
আইআর /