রুহুল ইসলাম রয়েল, গঙ্গাচড়া (রংপুর) : ভাষাণচরে ৫০০ রোহিঙ্গা পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি। তিন সদস্যের পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রি সম্বলিত ৪৫ কেজির একটি বস্তা এবং বড় পরিবাররের প্রত্যেককে ৬৫ কেজির একটি বস্তা সরবরাহ করা হয়েছে।
খাদ্র সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, লবন, চিনি, পেয়াজ, রসুন, আদা, মশলা, চিড়া, ডিম, ড্রাই ফিশ ও আলু। ভাষাণচরে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে এবং তাদের তত্ত্বাবধানে সম্প্রতি এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কাতার চ্যারিটির প্রতিনিধি হিসেবে এই রিলিফ বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ অফিসের প্রোগ্রাম ডাইরেক্টর ওসমান বশির।
ভবিষ্যতেও কাতার এই ধরনের প্রোগ্রাম গ্রহণ করবে জানিয়ে ওসমান বশির বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা নানাবিধ মানবিক সংকটে রয়েছেন। একটি মানবিক দাতব্য সংস্থা হিসেবে কাতার চ্যারিটি রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও খাদ্য বিতরণসহ জরুরী সহায়তামূলক নানা কর্মসূচি অব্যাহত থাকবে।
/এসিএন