চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ১৩৮ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। সোমবার (০১ মার্চ) এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। ২০২০ সালে ফেব্রুয়ারি তুলনায় ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি পাঠিয়েছেন। ২০২০ সালে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৫ কোটি ডলার।
করোনা মহামারির সময়ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পরেনি। এতে বাংলাদেশের অর্থনীতির ভিত আরও মজবুত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৬৬৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, গত আট মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ।
-এমজে