ইমাম জাফর, মাগুরা : মাগুরা সদর উপজেলায় গ্রিন সিটি নামে গুচ্ছগ্রামের উদ্বোধন করা হয়েছে। অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বাহারবাগের তাড়োরা এলাকায় অবস্থিত গুচ্ছগ্রামটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ,গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান রাজিবসহ অন্যরা।
এ প্রকল্পের আওতায় চল্লিশটি গৃহহীন পরিবারকে গৃহদান করা হয়। ভূমি মন্ত্রণালয়ে আওতাধীন গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্ব প্রকল্পের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করে মাগুরা সদর উপজেলা প্রশাসন।
ও/এসএ/