
র্যাব-১০ এর অভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা হতে ০৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ০১ এপ্রিল আনুমানিক দুপুর ১২টা ০১ হতে ০১টা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় দুইটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
র্যাবের বিশেষ অভিযানে ঢাকার সায়দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকা হতে ২৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ০২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২২ এপ্রিল আনুমানিক রাত ১১টা ৫৫-তে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
র্যাব- ১০ এর অভিযানে যাত্রাবাড়ী এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৯ এপ্রিল আনুমানিক রাত ১০টা ৪৫ হতে ১১টা ১০ পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১টি চোরাই মোটরসাইকেলসহ চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে।
র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ০৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৮ এপ্রিল আনুমানিক রাত ১১টা ১০ হতে ১৯ এপ্রিল আনুমানিক ভোররাত ০১টা ৫ পর্যন্ত র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারী গ্রেফতার করেন।
র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকা হতে ০৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ৯টা হতে সোয়া ১০টা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।