Published: Wed, 03 Aug 2022 | Updated: Wed, 03 Aug 2022
নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে কিছু রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক এবং বেশির ভাগই নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি করেছে। নির্বাচন কমিশনার আহসান হাবীব খান বলছেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতি নির্ধারণ পুরোপুরি রাজনৈতিক ও সরকারের বিষয়। নির্বাচনের সময় যে সরকারই থাকুক ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
Published: Sat, 16 Jul 2022 | Updated: Sat, 16 Jul 2022
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি এবং কর্মপন্থা ঠিক করতে রাজনৈতিক দলগুলোর সাথে কাল থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন। এরইমধ্যে নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, বিএনপি আসতে না চাইলেও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।
Published: Tue, 28 Jun 2022 | Updated: Tue, 28 Jun 2022
আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসির ইভিএমবিষয়ক মতবিনিময়ে অংশ নিচ্ছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এই সংলাপে অংশ নেবেন। তৃতীয় ধাপের এই সংলাপে আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে, দুই ধাপে ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয় মাত্র ১৭টি দল।
Published: Thu, 26 May 2022 | Updated: Thu, 26 May 2022
চার মাস সময় দিয়ে রাজনৈতিক দলের নতুন নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগ্রহী দলকে নিবন্ধন পেতে আগামী ২৯ আগস্ট পর্যন্ত আবেদনের সময় দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সইয়ে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
Published: Mon, 16 May 2022 | Updated: Mon, 16 May 2022
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ২০ মে থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ২০ মে থেকে পরবর্তী ৩ সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী ৩ সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।
Published: Mon, 25 Apr 2022 | Updated: Mon, 25 Apr 2022
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), ১৩৫ ইউনিয়ন পরিষদ (ইউপি), ছয়টি পৌরসভা ও একটি উপজেলা পরিষদের ভোটগ্রহণ তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন এসব এলাকায় ভোটগ্রহণ হবে।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশন ভবনে এসব তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিকালে তালিকা প্রকাশ করা হয় নির্বাচনি এলাকাগুলোর। সব এলাকায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
Published: Fri, 15 Apr 2022 | Updated: Fri, 15 Apr 2022
বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিদের দেশে ভোটার হতে দ্বৈত নাগরিকত্বের সনদ লাগবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৩ এপ্রিল) উপজেলা/থানা নির্বাচন পর্যায়ের রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়।
Published: Mon, 14 Mar 2022 | Updated: Mon, 14 Mar 2022
দ্বাদশ সংসদ নির্বাচন অধিক অংশগ্রহণমূলক করার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। রবিবার (১৩ মার্চ) নির্বাচন ভবনের সভাকক্ষে শিক্ষাবিদদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
Published: Wed, 02 Mar 2022 | Updated: Wed, 02 Mar 2022
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৩২ লাখ। অর্থাৎ ১৫ লাখের বেশি ভোটার নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
Published: Mon, 28 Feb 2022 | Updated: Mon, 28 Feb 2022
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কর্মস্থলে যোগ দিলেন নবনিয়োগপ্রাপ্ত সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনকে বরণ করে নেন কর্মকর্তারা।