|

জাতীয়

Published: Thu, 05 Aug 2021 | Updated: Thu, 05 Aug 2021

টিকা নিয়েছেন ১ কোটি ৪৪ লাখের বেশি

কোভিড-১৯ প্রতিরোধে দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা নিয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯ হাজার ৯৫৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন। বুধবার (০৪ আগস্ট) সারা দেশে টিকা গ্রহণ করেছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৮৩ জন।

Published: Wed, 04 Aug 2021 | Updated: Wed, 04 Aug 2021

কোভিডে দেশে আরও ২৪১ জনের প্রাণহানি

কোভিড-১৯ এ দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়াল। নতুন করে  মৃত্যুবরণ করেছেন ২৪১ জন। মৃতদের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১১৬ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে। বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Published: Wed, 04 Aug 2021 | Updated: Wed, 04 Aug 2021

ঢাকায় হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৭২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে বুধবার (০৪ আগস্ট) এ তথ্য জানা গেছে।

Published: Wed, 04 Aug 2021 | Updated: Wed, 04 Aug 2021

সারা দেশে ভারী বৃষ্টিপাতের আভাস

আজ থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার (০৪ আগস্ট) চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা আরো বৃদ্ধি পাবে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Published: Wed, 04 Aug 2021 | Updated: Wed, 04 Aug 2021

টিকা না নিয়ে বাইরে বের হলে শাস্তির খবর সঠিক নয়: স্বাস্থ্য মন্ত্রণালয়

বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের ওপরের কেউ টিকা ছাড়া বাইরে বের হলে শাস্তির আওতায় আনা হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একমত নয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (০৩ আগস্ট) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

Published: Tue, 03 Aug 2021 | Updated: Tue, 03 Aug 2021

আরো ১৪ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত ও গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (০৩ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক চার মামলায় শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

Published: Tue, 03 Aug 2021 | Updated: Tue, 03 Aug 2021

কোভিডে একদিনে আরও ২৩৫ মৃত্যু

কোভিড-১৯ এ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৯৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন। 

মঙ্গলবার (০৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Published: Tue, 03 Aug 2021 | Updated: Tue, 03 Aug 2021

বিধিনিষেধ বাড়ল ১০ আগস্ট পর্যন্ত

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশে দেশে চলমান বিধিনিষিধে ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (০৩ জুলাই) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সকাল সোয়া ১১টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে সভাটি শুরু হয়।

Published: Tue, 03 Aug 2021 | Updated: Tue, 03 Aug 2021

দেশে ভারতীয় টিকা কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমোদন

কোভিড-১৯ প্রতিরোধে ভারতের উদ্ভাবিত টিকা ‘কোভ্যাক্সিন’ বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 

Published: Tue, 03 Aug 2021 | Updated: Tue, 03 Aug 2021

টিকা উৎপাদনে চুক্তির খসড়া পাঠিয়েছে চীন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের স্থানীয় ফার্মাসিউটিক্যালের সঙ্গে সিনোফার্ম যৌথ উদ্যোগে টিকা উৎপাদন করার জন্য একটি খসড়া সমঝোতা স্মারক পাঠিয়েছে চীন। 

তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতিমধ্যে খসড়া সমঝোতাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাদেরকে এটি দ্রুত নিষ্পত্তি করতে হবে।’