Published: Wed, 15 Jun 2022 | Updated: Wed, 15 Jun 2022
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি: উৎসবমুখর পরিবেশে রোমাঞ্চকর ঋতু বর্ষাকে বরণ করে নিলো উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। বুধবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে ‘এসো করো স্নান নবধারা জলে’ স্লোগানকে সামনে রেখে বর্ষাকল্প ১৪২৯ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও নাট্যজন মাসুম আজিজ।
Published: Mon, 25 Apr 2022 | Updated: Mon, 25 Apr 2022
জবি প্রতিনিধি: গ্রীন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আতকিয়া ফারজানা এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একই বিভাগের মাহমুদুল হাসান মিল্টন।
Published: Fri, 15 Apr 2022 | Updated: Fri, 15 Apr 2022
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি: বাংলা নববর্ষকে বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাম্যমাণ দেয়ালিকা “ষোলআনা বাঙালিয়ানা’ প্রদর্শিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকাটি তৈরি করা হয় ৷
Published: Sat, 09 Apr 2022 | Updated: Sat, 09 Apr 2022
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) জালালবাদ ছাত্র কল্যাণ সমিতির ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী সাকিব হাসানকে সভাপতি এবং একই বর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী সম্বিতা তালুকদার লতাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
Published: Thu, 07 Apr 2022 | Updated: Thu, 07 Apr 2022
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘ ৫ বছর পর বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী সাঈদুল ইসলাম সাইদ ও সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম হিমু নির্বাচিত হয়েছেন।
Published: Mon, 21 Mar 2022 | Updated: Mon, 21 Mar 2022
জবি প্রতিনিধি: ফিজিক্যালি চ্যালেঞ্জেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিব হাসানকে সভাপতি এবং একই বর্ষ ও বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জিহাদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০২২-২০২৩ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।
Published: Tue, 15 Mar 2022 | Updated: Tue, 15 Mar 2022
মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ভিত্তিক ক্লাব এ.আই.এস. বিজনেস ক্লাবের আয়োজনে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় কেইস কম্পিটিশন “BizBattle 1.0”।
Published: Thu, 03 Mar 2022 | Updated: Thu, 03 Mar 2022
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারার এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
Published: Tue, 15 Feb 2022 | Updated: Tue, 15 Feb 2022
জবি প্রতিনিধি: "ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত" এ যেন এক চির প্রচলিত প্রথা। বিগত বছরগুলোতে সশরীরে আনন্দঘন আয়োজনের মাধ্যমে বসন্তকে বরণ করে থাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইন্সটিটিউট ও সাংস্কৃতিক সংগঠনগুলো৷ তবে এবছর করোনা ভাইরাসের কারণে ভার্চুয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেমনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাকে) বিভিন্ন আয়োজনের মাধ্যমে বসন্তকে বরণ করে নিয়ে
Published: Tue, 01 Feb 2022 | Updated: Tue, 01 Feb 2022
জবি প্রতিনিধি: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে এবার সীমিত আকারে সরস্বতী পূজা উদযাপন করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপনের জন্য একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে।