ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটিতে ৪২ জন যাত্রী ছিলেন।
বুধবার (০১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে বিশেষ ব্যবস্থায় বিমানটি অবতরণ করানো হয়। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানের ফ্লাইটটি তিনবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়।
শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বিমানের সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে ফ্লাইটটি অবতরণে সমস্যা দেখা দেয়। সর্বশেষ রাত ৯টা ৪০ মিনিটে রানওয়েতে অবতরণ করে ফ্লাইটটি।
-এমজে