কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইটভাটার মাটি পরিবহনের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমরান হোসেন সাদিক নামের ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি) উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা বাজার স্বংলগ্ন বলদিটারী মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি নেওয়াশী ইউনিয়নের বলদিটারী মাস্টারপাড়া এলাকার ইছা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির সামনে দিয়ে এএন ব্রিকস ইটভাটার ট্রাক্টর যাতায়াতের সময় শিশুটি ট্রাক্টরে ওঠার বায়না ধরলে ওর মা সাদিয়া বেগম শিশুটিকে ট্রাক্টরে তুলে দেয়। দুবার যাতায়াতও করে। তৃতীয়বারেও ভাটার কাছের উঁচুস্থানে ওঠার সময় ট্রাক্টর থেকে পরে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুই পক্ষের সমঝোতায় মরদেহ স্বজনদের হস্তান্তর করে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, শিশুটির পরিবার অভিযোগ করতে চায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডব্লিউইউ