মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে রাসেল নামের ১ ছিনতাইকারীকে আটক করেছে র্যাবের অভিযানিক দল।
শুক্রবার (০৯ এপ্রিল) বিকেলে গোপন সাংবাদের ভিত্তিতে আভিযানিক দল-সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামস্থ দত্তকুশা কালিপুর রফিকুল ইসলাম এর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১ টি মোটর সাইকেল, ১ টি বার্মিজ চাকু ও ১ টি লোহার নোস প্লাস সহ সলঙ্গা থানার চরিয়াশিকার উত্তর পাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকার এর ছেলে মোঃ রাসেল (১৯),নামের এক ছিনতাইকারীকে আটক করেন।
আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকালে গমমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
/এসিএন