|

মাইশা প্রোফাইল

Published: Wed, 15 May 2019 | Updated: Wed, 15 May 2019
 • সংস্থার নাম  ঃমাইশা (মুভমেন্ট অব এইড ইনিশিয়েটর থ্রো সার্ভিসেস এন্ড হিউম্যান রাইটস্ আ্যাকটিভিটিস্ )
 • সংস্থার প্রধান কার্যালয়ের ঠিকানা  ঃ শামসুল আলম হাইটস,পতেঙ্গা মডেল থানার বিপরীতে, ষ্টিল মিল বাজার, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম-৪২০৪.।
 • সংস্থা প্রধানের নাম  ঃ মোঃ ইয়াসিন মনজু                                               পদবী ঃ নির্বাহী পরিচালক

             ফোন ঃ ০৩১-২৫০২১৭১
             মোবাইল ঃ ০১৮১৫৫০১০০৮ 

             ই-মেইল ঃ maishabd.org@gmail.com, ymonju2010@gmail.com
             ওয়েবসাইট  ঃ www.maishabd.org
             সামাজিক যোগাযোগ  ঃ facebook.com/maishabangladesh

 • সংস্থার আঞ্চলিক অফিসের ঠিকানা ঃ ছাবের ম্যানসন, ফুলছড়ি পাড়া, দক্ষিন পতেঙ্গা,চট্টগ্রাম
 • আঞ্চলিক প্রতিনিধির নাম ঃ রুনু দাশ ঠিকানা ঃছাবের ম্যানসন, ফুলছড়ি পাড়া, দক্ষিন পতেঙ্গা,চট্টগ্রাম পদবী ঃ সহকারী এডমিন অফিসার
 • সংস্থার তথ্য কর্মকর্তার নাম ঃ সীমা আক্তার    পদবী ঃ   এডমিন অফিসার ফোন ঃ ০১৮৫৫৯১২০১৫
 • সংস্থার প্রতিষ্ঠাকাল ঃ১১ জুলাই২০০৮ইং
 • সংস্থার ধরণঃ (স্থানীয়, জাতীয়, আর্ন্তজাতিক) ঃ জাতীয় পর্যায়ের  সামাজিক সংগঠন
 • সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য ঃ
table
 • সংস্থার ভিশন/লক্ষ্য ঃ মাইশা এমন একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখে যেখানে সব মানুষ সন্মান ও মর্যাদার সাথে বাচঁবে এবং কাজ করবে।

সংস্থার মিশন/উদ্দেশ্য ঃ


বয়স, লিঙ্গ, ক্ষুদ্রনৃগোষ্ঠি, শারীরিক ও মানসিক অক্ষমতা নির্বিশেষে সকল নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী সকলের নিবিড় অংশগ্রহণের মাধ্যমে অনগ্রসর ও বঞ্চিত জনগোষ্ঠির জীবন ও জীবিকার গুণগত পরিবর্তন আনার জন্য কাজ করা।

সংস্থার কর্মী ও কর্মকর্তাদের পরিসংখ্যান ঃ (শুধুমাত্র চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য)

Image removed.
 • সংস্থার কাজের প্রধান বিষয়/ইস্যু/ফোকাস সমুহ  ঃ

 

 • অধিকার ভিত্তিক উন্নয়ন ধারা (শিশু ও নারী অধিকার, বাজেট সচেতনতা,দূনীতি বিরোধী ক্যাম্পেইন,ইস্যুভিত্তিক সেমিনার প্রভৃতি)
 • স্বাস্থ্য সেবা কার্যক্রম (মা ও শিশু স্বাস্থ্য,টিকা)
 • শিক্ষা কার্যক্রম (উপ-আনুষ্ঠনিক,শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিকরন ও প্রশিক্ষন, শিশুর প্রারম্ভিক বিকাশ, শ্রমজীবি শিশু শিক্ষা কার্যক্রম)
 • সু-শাসন কার্যক্রম (মাইশা সংলাপ,কমিউনিটি স্কোর কার্ড, সামাজিক পরীবিক্ষন,নাগরিক সনদ)
 • প্রতিবন্ধীতা কার্যক্রম (প্রতিবন্ধীদের অধিকার, ডিপিও গঠন, সহায়ক উপকরন বিতরন, আর্থিক সহায়তা)
 • পরিবেশ উন্নয়ন ( দূর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচী, বন্ধু চুলা)
 • নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী ( প্রশিক্ষন, কর্মসংস্থানের ব্যবস্থা, সমন্বয় সাধন,সহায়ক উপকরন বিতরন,বাজারতজাতকরন)
 • অভিবাসী অধিকার ও উন্নয়ন কর্মসূচী (নিরাপদ অভিবাসন প্রক্রিয়া, আইনী সহায়তা, রেমিটেন্স,তথ্য সেবা ও প্রশিক্ষন)

 

 • সংস্থার প্রধান কার্যক্রম/কর্মসূচী সমূহ (শুধুমাত্র চট্টগ্রাম জেলার জন্য প্রযোজ্য)  ঃ
TableTable
 • কার্যক্রমের ক্ষেত্রে সংস্থার বিশেষত্ব/স্বকীয়তা  ঃ


অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গী ও কার্যক্রম, এলাকার গ্রহনযোগ্যতা , স্বচ্ছতা ও জবাবদিহীতা , সরকারী প্রতিষ্ঠান ও প্রশাসনের সাথে নেটওয়াকিং, প্রকল্পের কার্যক্রমে জনগনের সক্রিয় অংশগ্রহন, স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহার, মানব সম্পদ ও এলাকা উন্নয়নে সক্রিয় পদক্ষেপ গ্রহণ, কোন প্রকারের ক্ষুদ্র ঋন কার্যক্রমের সাথেসর্ম্পৃক্ত না থাকা ।
 

Image removed.