স্ত্রীসহ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধান বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিআইপি ডিলাক্স কেবিন-৬১২ এ চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, প্রধান বিচারপতির স্ত্রী ডালিয়া ফিরোজ প্রথমে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরে বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রধান বিচারপতিও হাসপাতালে ভর্তি হন।
এদিকে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ পরিচালিত হচ্ছে।
-এমজে