অভিযাত্রা ডেস্ক: লালমনিরহাটের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ গেছে দুই বাংলাদেশির। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্যরাতে জেলার কালীগঞ্জ উপজলোর গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই ইউনিয়নের আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহামুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁরা আরও কয়েকজনের সঙ্গে গরু পারাপারের জন্য ভারতীয় সীমান্তে যান। বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে তাঁদের ওপর গুলি চালায় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা।
এ সময় আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন নিহত হন। আরও কয়েক জন আহতাবস্থায় পালিয়ে আসেন। বিএসএফ নিহত দুই জনের লাশ নিয়ে যায়।
ও/এসএ