হঠাৎ করে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, আজ ছিল তাদের শেষ পরীক্ষা। কিন্তু তারা কেন্দ্রে উপস্থিত হয়ে জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয়বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ হচ্ছে ৩ বছর পর ২০২২ সালে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কোন নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষার্থী আরও বলেন, ভয়াবহ সেশনজটে আছি। আজ শেষ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কেন্দ্রে এসে জানতে পারি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমাদের সঙ্গে এমন প্রহসন কেন? আজকের পরীক্ষা দিলেই শেষ হয়ে যেত আমাদের পরীক্ষা। আজ পরীক্ষা হলে কী এমন ক্ষতি হতো? অথচ সব কিছুই খোলা রয়েছে। শুধু পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে।
-এমজে