বিকল্প অর্থনৈতিক জোট ‌’ব্রিকসের’ সম্মেলনে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন

বিকল্প মুদ্রায় বাণিজ্য গড়তে অর্থনৈতিক জোট ‘ব্রিকস’ এর সম্মেলনে এবার অংশ নিয়েছে বাংলাদেশ। আগের পাঁচ দেশের বাইরেও জোটটির নতুন সদস্য রাষ্ট্র যুক্ত করার প্রক্রিয়ায় আগ্রহ দেখিয়েছে ঢাকাসহ বেশ কয়েকটি দেশ।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এসব বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনায় সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ, সৌদি আরব ও ইরানসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্বজুড়ে মার্কিন ডলারের প্রভাব ঠেকাতে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর বিপরীতে ‘ব্রিকস’ গঠন করা হয়। মার্কিন স্বার্থ রক্ষায় বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে বেরতে বিকল্প বিনিময় মুদ্রার দিকে ঝুঁকছে বিশ্বের বিভিন্ন দেশ।

শুক্রবার (০২ জুন) কেপটাউনে অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের পররাষ্টমন্ত্রী পর্যায়ের সম্মেলন। এতে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেয় সৌদি আরব, ইরান, মিশর ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ।

সম্মেলনে জোটের সদস্য দেশগুলো নিজস্ব অর্থনৈতিক কাঠামো গড়ে তোলায় জোর দেন। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে মার্কিন ডলারের আধিপত্য রুখতে নিজস্ব বিনিময় মুদ্রায় বাণিজ্যের বিষয়েও আলোচনা করেন জোটের নেতারা। এ লক্ষ্যে ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংককে কিভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোর বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত মুদ্রার সম্ভাব্য বিকল্প খুঁজতে আমরা কাজ করছি। এ কাজে ব্রিকস জোটের নিজস্ব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা প্রয়োজন। ডলার ব্যবহারের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আমরা বেশ সতর্ক।

সম্মেলনে ব্রিকস জোটের পরিসর বাড়ানোর পরিকল্পনার কথা জানান সদস্য দেশগুলো। তাতে ইতিবাচক সাড়া দিয়েছে অংশ নেওয়া রাষ্ট্রগুলোও। এতে জোটের প্রভাব বাড়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা সম্ভব হবে বলে মত দেন সবাই।

দক্ষিণ আফ্রিকায় চলতি বছরের আগস্টে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই প্রস্তুতি হিসেবে জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো।

এমএইচ/