১৭ দিনে রেমিট্যান্স এলো ১১২৫৪ কোটি টাকা

দেশে রিজার্ভের ঘাটতি মেটাতে প্রবাসী আয়ের ওপর জোর দিয়েছে সরকার। তাইতো এ আয় বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মিলছেও তার সুফল। চলতি ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনেই প্রবাসীরা ১০৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। টাকার অংকে যা ১১ হাজার ২৫৪ কোটি টাকা (প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, প্রতিবারের ন্যায় এবারও সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। যার পরিমাণ ৮৫ কোটি ৮৩ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার এসেছে।

আর ৩৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। এছাড়া ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার এসেছে রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে।

তবে একক ব্যাংক হিসাবে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ২১ কোটি ৬২ লাখ ১০ হাজার মার্কিন ডলার এসেছে। আর রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় ৮ হাজার ১০ লাখ মার্কিন ডলার এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে।

বৈধ্য পথে প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগের পাশাপাশি অবৈধ হুন্ডির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সেই সঙ্গে দুই শতাংশ থেকে বাড়িয়ে প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশ করা হয়।

এছাড়া বিদেশ থেকে টাকা পাঠাতে সব রকম ফি প্রত্যাহার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর মতো নানা উদ্যোগ নেওয়ায় ডিসেম্বর থেকে ব্যাংকিং চ্যানেলে আসতে শুরু করে প্রবাসী আয়। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেও বৈধ্য চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর ইতিবাচক ধারা বজায় রয়েছে।

এদিকে হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় পাঠানো ঠেকাতে আর্থিক গোয়েন্দা সংস্থার (বিএফআইইউ) মাধ্যমে নানা পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। যার ফলে বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে প্রায় ১৯৬ কোটি ডলার প্রবাসী আয় আসে। আগামীতে এ আয় আরও বাড়ার বলে আশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *