ঢাকাসহ সারাদেশের হকারদের জন্য একটি জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি এবং বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের উদ্যোগে রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন থেকে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সব হকারদের অংশগ্রহণে ‘অবিলম্বে হকারদের জন্য জাতীয় নীতিমালা ও আইন চাই সম্বলিত রেড কার্ড’ প্রদর্শনের ঘোষণা দেওয়া হয়।
এতে হকারদের জন্য অবিলম্বে একটি জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নের দাবি বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করা হয়। ধারণাপত্রটি উপস্থাপন করেন লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারপারসন কামাল সিদ্দিকী।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইন, লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ন্যাশনাল কো-অরডিনেটর ফরিদা খানম, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক হারুন-উর-রশিদ, ও সাবেক সদস্য সচিব সেকেন্দার হায়াৎ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইন বলেন, হকারদের যথাযথ পুর্নবাসনসহ যাতে তারা একটি আইনী কাঠামোর মধ্যে থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে তা এখন মানুষের প্রাণের দাবি।
ফুটপাতে হকারদের সকল সমস্যা সমাধান করাসহ হকারদের জন্য অবিলম্বে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দক্ষিণ ঢাকা সিটি (প্রেস ক্লাব), উত্তর ঢাকা সিটি (মিরপুর), গাজীপুর, নারায়ানগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনায় রেড কার্ড শো কার্যক্রম পরিচালনা করা হবে।
হকারদের দাবিগুলো হলো-
- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে।
- পূনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না।
- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য সরকারকে হকারদের নিবন্ধন করতে হবে।
- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পেশাকে ‘অর্থনৈতিক কাজ’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি নিশ্চিত করতে হবে।
- হকার ও ফুটপাত ব্যবসায়ীদেরকে সার্বজনীন পেনশন সুবিধার আওতায় আনতে হবে।