সোনালী ব্যাংকের নাম পরিবর্তন

'সোনালী ব্যাংক লিমিটেড' এর নাম পরিবর্তন করে ‘সোনালী ব্যাংক পিএলসি’ নির্ধারণ

রাষ্ট্রায়ত্ত একটি নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ‘সোনালী ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘সোনালী ব্যাংক পিএলসি’ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের চতুর্থ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যাংকটির নাম পরিবর্তন করে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। ফলে এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি নামে কার্যক্রম পরিচালানা করবে ব্যাংকটি।

ইজিএম সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক, সিইও অ্যান্ড এমডি মো. আফজাল করিম এবং কোম্পানির সেক্রেটারি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংশোধিত নতুন কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে সংযুক্ত করা হয়েছে। নতুন এ ধারায় সীমিতদায় পাবলিক কম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলকভাবে নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত নতুন অনুযায়ী ব্যাংকগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘ স্মারক পাল্টাতে হবে। ফলে সোনালী ব্যাংকের নাম পাল্টিয়ে এখন থেকে সোনালী ব্যাংক পিএলসি নির্ধারণ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *