সিকৃবিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাজিদ আল সাদেক, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেছেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এ সময় একটি র‍্যালি কৃষি অর্থনীতি অনুষদের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, অধ্যাপক ড. মাসুদ আলম, সহকারী অধ্যাপক শেরফ উল আলমসহ অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র সমিতির নেতৃবৃন্দ ও অনুষদের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।

২০১০ সালের ৩ মার্চ চতুর্থ অনুষদ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ। প্রতিষ্ঠাবার্ষিকীর ১৩ বছরে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।

অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলমগীরের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষদ ভবনের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। তারা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য, শুকনো পাতা, ছেড়া কাগজসহ আবর্জনা পরিষ্কার করেন।

শিক্ষক এবং শিক্ষার্থীদের ঝাড়ু ও বস্তা হাতে কাজ করতে দেখে ক্যাম্পাসে আসা অতিথি ও অভিভাবকরা বাহবা দেন। উচ্ছিষ্ট খাবার, প্লাস্টিকের গ্লাস-কাপ, বোতল, কাগজের ঠোঙ্গা ইত্যাদি আবর্জনা তারা নিজ হাতে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলেন।

দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান চলে। প্রশাসন ভবন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেসহ অনুষদ, টিএসসি, লেকসাইড চত্বর, শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

এরপরই কৃষি অর্থনীতি ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলমগীর জানান, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়। এই ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি অব্যাহত থাকবে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‌আমি অত্যন্ত আনন্দিত যে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ এরকম একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন জায়গায় আরো ডাস্টবিন দেওয়ার কথা ও সকলের সহযোগিতার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই অনুষদ ভবনের সামনে বৃক্ষরোপণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। পরে বিশ্ববিদ্যালয়ে সিলেট আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়৷

আইআর/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *