সার্বিয়ায় ৪৮ ঘণ্টাও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় ফের বন্দুক হামলা ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন আরও ১৩ জন। খবর- রয়টার্স।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় রাজধানীর বেলগ্রেড থেকে ৪২ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণে ম্লাদিনোব্যাচ শহরের কাছে একটি চলন্ত গাড়ি থেকে বন্দুকধারী গুলি চালায় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
এ ঘটনার পর থেকে পলাতক সন্দেহভাজন বন্দুধারী ২১ বছর বয়সি ওই তরুণকে খুঁজছে পুলিশ।
এরআগে বুধবার (৩ মে) বেলগ্রেডের একটি স্কুলে ১৩ বছর বয়সি এক কিশোর গুলি চালিয়ে ৯ জনকে হত্যা এবং সাত জনকে আহত করে। এ ঘটনার পর ৪৮ ঘণ্টা না যেতেই দেশটিতে ফের বন্দুক হামলার ঘটনা ঘটল।
বেলগ্রেডের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্দেহভাজন তরুণ বৃহস্পতিবার রাতে একটি স্কুলের সামনে পুলিশ সদস্যের সঙ্গে ঝগড়ায় জড়ায়। পরে সেখান থেকে চলে গিয়ে ওই তরুণ একটি অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে ফিরে আসেন।
পরে রাস্তার মাঝে একটি চলন্ত গাড়ি থেকে তিনটি গ্রাম লক্ষ্য করে এলোপাথারি ভাবে লোকজনের ওপর গুলি চালাতে থাকেন।
সার্ভিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিএস জানিয়েছে, নিহতদের মধ্যে একজন অফ-ডিউটি পুলিশ সদস্য ও তার বোন রয়েছেন।
এ ঘটনার পর দেশটির প্রায় ৬০০ পুলিশের একটি বিশেষ সন্ত্রাসবিরোধী ইউনিট (এসএজে) বন্দুকধারীকে ধরতে অভিযানে নেমেছে। অভিযানের নাম ‘ঘূর্ণবাত’ দেওয়া হয়েছে বলে আরটিএস জানিয়েছে।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক ম্লাদিনোব্যাচের কাছে দুবোনা গ্রামের প্রবেশমুখে ভারী অস্ত্র নিয়ে পুলিশের একটি দলকে চেকপয়েন্ট বসিয়ে চলাচলকারি গাড়িতে তল্লাশি করতে দেখেছেন।
বেলগ্রেডের পিঙ্ক টিভি জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েক জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুবোনা ও এর আশেপাশের গ্রামগুলোতে পাহাড়ের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজতে হেলিকপ্টার ও ড্রোনের সাহায্যে পুলিশের একাধিক টহল দল পরিত্যক্ত বাড়ি এবং জঙ্গলযুক্ত এলাকাগুয় তল্লাশি চালাচ্ছে।
-এমজে