মো. মানিক হোসেন
স্যার যে মোদের চলে গেছে
চির বিদায় নিয়ে,
তাহার মতো শিক্ষাগুরু
কোথাও না মেলে।
সহজ-সরল, মিষ্ট ভাষী
হাজার গুনে গুনান্নিত,
পড়া লেখা করাতেন মোদের
আপন ছেলের মত।
পাঠদানে তাহার কোনো
ত্রুটি ছিলনা
ছাত্র-ছাত্রীকে না দেখিলে তার
ভালো লাগতো না।
হাসি খুশি থাকত স্যার
অল্পতেই হতো তুষ্ট
কেউ কখনো পারবেনা বলতে
মাষ্টারটা ছিলো দুষ্ট!
নানান ঢংয়ে কথা বলতো
না দেখলে, বিশ্বাস করবার নয়
বারে বারেই স্যারের কথাটাই
মনে পড়ে যায়।
চোখের জ্বলে বুক ভেসে যায়
স্যার নেইে দুনিয়ার বুকে
ঐপারেতে বিধি যেনো
রাখেন তারে সুখে!
আইআর /