কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের মাঝ মাঠের ভরসা ছিলেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে এই তরুণ তুর্কি মাঠে দলের হয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
তাইতো কাতার বিশ্বকাপ জেতার পর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছিলেন এনজো। বিশ্বকাপের পর থেকেই ইউরোপের বড় বড় সব ক্লাবগুলো তাকে দলে ভেড়াতে টাকার থলে নিয়ে নামে।
জানুয়ারির শুরুতে খবর আসে চেলসিতে যোগ দিতে যাচ্ছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজ। তখন তাকে পাওয়ার লড়াইয়ে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের নামও শোনা যায়।
তবে জানুয়ারির মাঝামাঝিতে এসে হঠাৎ সেই আলোচনা থেমে যায়। ধারণা করা হচ্ছিল, এই তারকাকে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ব্লুজরা। তবে সব জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত রেকর্ড গড়ে ইপিএলের ক্লাব চেলসিতেই যোগ দিলেন এনজো ফার্নান্দেজ।
প্রিমিয়ার লিগে ট্রান্সফারের ইতিহাসে রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরো (বাংলাদেশি ১ হাজার ৩৯৯ কোটি টাকা) খরচ করল নতুন মালিক টড বেহলি এবং কোচ গ্রাহাম পটারের চেলসি। ইউরোপিয়ান ক্লাবটির সঙ্গে ২০৩১ সালের জুন পর্যন্ত সাড়ে আট বছরের চুক্তি করেছেন এনজো।
ইতালিয়ান ক্লাব বেনফিকা থেকে এনজোকে কেনার মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে চেলসি। ব্লুজরা ভেঙে দিয়েছেন ইংলিশ ফুটবলার জ্যাক গ্রিলিশকে কেনা ম্যানচেস্টার সিটির ১১ কোটি ৭০ লাখ ইউরোর রেকর্ড। ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে সিটিতে যোগ দেন গ্রিলিশ।
এই ট্রান্সফার রেকর্ডের মাধ্যমে শুধু চেলসিই চমক দেখায়নি, রেকর্ড গড়েছেন এনজোও। কারণ আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে অর্থমূল্যেও যে এখন সবচেয়ে দামি ফুটবলার তিনি।
‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, শীতকালীন দলবদলের সময় শেষ হওয়ার ঘণ্টা দুয়েক আগে এনজোর ট্রান্সফারের বিষয়ে সম্মত হয় চেলসি ও বেনফিকা। তার সঙ্গে চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০৩১ সাল পর্যন্ত।