একদিনের ক্রিকেটে রেকর্ড এক জয় পেল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। বোলারদের কল্যাণে ১০১ রানে আইরিশদের অলআউট করে দেয় বাংলাদেশ। জবাবে তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটিতেই সহজ জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের জন্য এদিন খরচ করতে হয়েছে মাত্র ৭৯ বল। হাতে অক্ষত ছিল ২২১ বল। ওয়ানডে ক্রিকেটে এত বল হাতে রেখে আগে কখনো জেতেনি টাইগাররা। রেকর্ড জয়ের ম্যাচে তামিম ৪১ বলে ৪১ এবং লিটন ৩৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের বিপক্ষে এই প্রথম ১০ উইকেটে জিতল বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ।
দেশি পেসারদের নিয়ে এতো দিনের হাহাকার অবশেষে দুর হলো। স্বপ্নের একটা দিন পার করলেন স্বাগতিক পেসাররা। প্রথমবারের মতো ইনিংসের সবকটি উইকেট নিয়েছেন তারা। আইরিশদের অলআউট করতে বাংলাদেশকে খরচ করতে হয়েছে ২৮.১ ওভার।
আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিতে মূল ভূমিকায় ছিলেন পেসার হাসান মাহমুদ। প্রথমবারের মতো দেশের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তিনটি শিকার তাসকিন আহমেদের। অন্য দুই উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। যে কোনো সংস্করণে এই প্রথম প্রতিপক্ষের ১০ উইকেটের সবকটি নিলেন টাইগার পেসাররা।
ইনিংসের শুরুতেই ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে আয়ারল্যান্ড। ২৬ রানের মধ্যে চার উইকেট নেই আইরিশদের। পরে উইকেটের রাশ টেনে ধরেন লোরকান টুকনার ও কার্টিস ক্যাম্ফার। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েন ৪২ রানের জুটি। এই জুটি বিচ্ছিন্ন হতেই ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন।
-এমজে