রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে দিনব্যাপী জল্পনা-কল্পনা আরও দীর্ঘ হলো। তবে এ পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব দিয়েছেন সংসদীয় দলের সদস্যরা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভায় সংসদীয় দলের পক্ষ থেকে নিজে প্রস্তাবের কথা জানিয়ে তিনি বলেন, সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দায়িত্ব অর্পণের প্রস্তাবে সবাই সমর্থন দিয়েছেন।
বিশেষ কোনো নাম নিয়ে আলোচনা হয়েছে কি না; জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা একজনকে দায়িত্ব দিয়েছি। এখন ডিসিশন নেওয়ার মালিক তিনি। জবাব মিলবে ১৯ তারিখের আগে। আমরা কিছু জানি না।
২০১৮ সালের ২৫ জানুয়ারি সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল হয়েছে। সেই সময় ১৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন মো. আবদুল হামিদ। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে আগামী এপ্রিলে।
এরইমধ্যে নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুয়াযী রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ইসি মনোনয়ন যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন ১৩ ফেব্রুয়ারি। আর ভোট হবে ১৯ ফেব্রুয়ারি।