রাজধানীতে সোনাই বুটিকের স্বাধীনতার মাস উদযাপন

রমজান উপলক্ষে সোনাই বুটিক থেকে একসঙ্গে পাঁচ হাজার টাকার পণ্য কেনাকাটা করলে ৫% ডিসকাউন্ট

নারীদের পোশাকের ব্র্যান্ড ‌‍’সোনাই বুটিকের’ আয়োজনে রাজধানীতে স্বাধীনতার মাস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) রূপনগরে ডরিন ভিনচিতা শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডরিন ভিনচিতা শপিং কমপ্লেক্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজুমদার মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সোনাই বুটিক এর সত্ত্বাধিকারী মিদ্দুলা মেঘ।

সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন ডরিন ভিনচিতা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং এসএসসি ১৯৯৫ ব্যাচ (ঢাকা জোন) সমগ্র বাংলাদেশ এর অ্যাডমিন প্যানেলের অন্যতম সদস্য রিপন।

উপস্থিত ছিলেন ডরিন ভিনচিতা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, ফেসবুকভিত্তিক এসএসসি ১৯৯৫ ব্যাচ (ঢাকা জোন) সমগ্র বাংলাদেশ এর উপদেষ্টা খন্দকার শিবলী মোহাম্মদ, অ্যাডমিন নাসির উদ্দিন, মাসুদ রানা, মডারেটর মুজাহিদ মাসুম, ফেসবুকভিত্তিক বিডি এসএসসি ১৯৯৫ গ্রুপের অ্যাডমিন জিনাত মওলা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও কলামিস্ট মামুন কবীর। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান দিয়ে শুরু করে শিশুশিল্পী সোনাই।

এরপর একে একে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী তপু আমান, তুষার চন্দন, মীম, বাংলাদেশ বেতারের শিল্পী স্নিগ্ধা, কৃষি বিপ্লব, এসএম আমিনুল পিয়াল, তারেক খান প্রমুখ।

এদিকে রমজান উপলক্ষে সোনাই বুটিক থেকে একসঙ্গে পাঁচ হাজার টাকার পণ্য কেনাকাটা করলে ৫% ডিসকাউন্ট এবং সদস্য কার্ড ফ্রি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

-এমজে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *