মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামে পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে। এই ঘটনায় রোববার থানায় একটি অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে মাদ্রা গ্রামের আবুল কালাম হাওলাদারের বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় কৌশলে চোর চক্র ঘরে ঢুকে সবাইকে অজ্ঞান করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে কেউ ঘুম থেবে না ওঠায় প্রতিবেশিরা ডাকতে গেলে দেখে বাড়ির সবাই অজ্ঞান। এ সময় বাড়ির মালিক আবুল কালাম ও তার ছেলের বউ নীলিমা আক্তারসহ সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়।
ধারণা করা হচ্ছে খাবারে সাথে ওষুধ অথবা চেতনা নাশক স্প্রে করে সবাইকে অজ্ঞান করা হয়। পরে চোরচক্র ঘরে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রোবরার দুপুরে ক্ষতিগ্রন্থ নীলিমা আক্তার বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করে।
নীলিমা আক্তার বলেন, আমাদের সবাইকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আইআর/