ভূমিকম্প: তুরস্কে ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ দল

তুরস্ক ও সিরিয়া সীমান্তে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত দেশটির পাশে দাঁড়িয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ। এরিমধ্যে বাংলাদেশ থেকেও যাওয়া একটি উদ্ধারকারী দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে।

উদ্ধারকারী দলটির এখন পর্যন্ত ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে ২৩ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন জীবিত ও বাকিরা মৃত। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে তুরস্কে যাওয়া বাংলাদেশের উদ্ধারকারী দলের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।

তিনি জানান, তুরস্কের থেকে উদ্ধারকারী দল তাদের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছে। উদ্ধার অভিযানের শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২৩ জনকে উদ্ধার করেছেন তারা। এদের মধ্যে একজনকে জীবিত, বাকি ২২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

গেল ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৪৬ মিনিটে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ বিমানটি। সেখান থেকে ক্ষতিগ্রস্ত আদিয়ামান শহরে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে তারা।

গেল ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ায় সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। দেশ দুটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কে ৩৫ হাজারের বেশি আর সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনেরও মতো মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই চাপা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দুই দেশের সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *