ইরান ভূগর্ভস্থ বিমান ঘাঁটির তথ্য প্রকাশ করেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনীর বিমান ইউনিট ‘ঈগল-৪৪’ নামে এই ঘাঁটিটি উদ্বোধন করে। দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ এ তথ্য জানিয়েছে।
‘ইরনা’ জানিয়েছে, ‘ঈগল-৪৪’ নামের ঘাঁটিটি যুদ্ধবিমান ও ড্রোন সংরক্ষণে নির্মাণ করা হয়েছে। এখান থেকে সব যুদ্ধবিমান পরিচালনার কথাও বলা হয়েছে। তবে প্রতিবেদনে ঘাঁটির অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর ঘাঁটিগুলোর একটি। মাটির গভীরে নির্মিত এ ঘাঁটিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করে রাখা হয়েছে। এখান থেকে বোমারু বিমান ও ড্রোন পরিচালনা করা যায়।
গেল বছরের মে মাসে ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি সম্পর্কে তথ্য জানিয়েছিলো ইরানের সেনাবাহিনী। আঞ্চলিক চিরশত্রু ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা থেকে নিজেদের সামরিক সম্পদ রক্ষায় সব ধরণের পদক্ষেপ নিয়ে রেখেছে ইরান।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি রাষ্ট্রিয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতে বলেছেন, ‘ইসরায়েলসহ সম্ভাব্য শত্রুদের দ্বারা ইরানের উপর যে কোনও ধরণের হামলা ঈগল-৪৪ ঘাঁটি থেকে আমাদের বিমান বাহিনী প্রতিরোধ করতে সক্ষম।’